নেতাকর্মীদের হত্যার বিচারের দাবিতে ঢাকা কলেজ ছাত্রদলের মানববন্ধন

2 weeks ago 14

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গুমের শিকার সব নেতাকর্মী ও নাগরিকদের মুক্তি এবং নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা কলেজের মূল ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মৃধা জুলহাস বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে তা যেন আর ফিরে না আসে। আমরা আগামীতে মানবাধিকার ও সাম্যের বাংলাদেশ দেখতে চাই। তারেক রহমানের সাম্যের বাংলাদেশ দেখতে চাই। 

ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. শাহীনুর রহমান শাহীন বলেন, মানবাধিকার দিবস আমাদের জনগণের জন্য। কিন্তু বিগত দেড় যুগ ধরে সরকার মানবাধিকার কুক্ষিগত করে রেখেছিল। বিরোধী দলের নেতাদের বিভিন্নভাবে নির্যাতন করেছে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিভিন্নভাবে নির্যাতন করেছে এবং চিকিৎসার ব্যবস্থা পর্যন্ত করেনি। এটা একটা মানবাধিকার লঙ্ঘনের উজ্জ্বল দৃষ্টান্ত। 

তিনি আরও বলেন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম ইলিয়াস, চৌধুরী আলমসহ অসংখ্য নেতাকে গুম করে ক্ষমতা টিকিয়ে রাখার পাঁয়তারা করেছে। এখন সময় এসেছে মানবাধিকার প্রতিষ্ঠার। সর্বশেষ জুলাই আন্দোলনে মানবাধিকারের সর্বোচ্চ লঙ্ঘন করেছে খুনি হাসিনা। এই খুনি হাসিনাকে ভারত থেকে দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি। সর্বশেষ বলতে চাই, দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের সব মামলা তুলে নিয়ে তাকে দেশে আসার সুব্যবস্থা করা হোক।

Read Entire Article