দীর্ঘ ১১ বছর পর নেত্রকোনা জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টায় সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহম্মেদ।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে বিকেল থেকে কাউন্সিলরদের ভোটগ্রহণ শুরু হয়। ওই দিন রাত ১১টার দিকে ফলাফল ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি সালাউদ্দিন আহম্মেদ। এতে সভাপদি পদে ডা. আনোয়ারুল হক ১২৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে তিনজন নির্বাচন করেন। এতে ড. রফিকুল হিলালী ৭৪৬ ভোট পেয়ে বিজয়ী হন।
সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ আলমগীর, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ্ ওয়ারেছ আলী মামুন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের অসংখ্য নেতারা।