নেত্রকোনায় নাশকতা মামলায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৪

2 days ago 7

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় নাশকতার মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার চারজন হলেন- খালিয়াজুরী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফখরুল হক, উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে আওয়ামী লীগ কর্মী আব্দুল হেকিম (৫০), উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক রাজেশ্বর দেবনাথ (৩২), ছাত্রলীগ কর্মী সাগর কর (২৬)। 

খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৮ সালে বিএনপির অফিস ভাঙচুর ও নাশকতার গত বছরের ২০ সেপ্টেম্বর মইনুল ইসলাম রিকন বাদী হয়ে খালিয়াজুরী থানায় ৪৮ জনের নাম উল্লেখ ও ২০/৩০ জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করেন। সেই মামলায় আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Read Entire Article