নেত্রকোনায় নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

2 months ago 31

নেত্রকোনার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আতিকুর রহমান রাজুকে নাশকতা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১৮ নভেম্বর) জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

একই মামলায় তার সঙ্গে ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার হুমায়ূন কবীরসহ আরও পাঁচজনকে কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবুল হাসেম জানান, ২০২২ সালের ৩ সেপ্টেম্বর বিকেলে বারহাট্টা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু ওইদিন দুপুরে বাউসী রোড এলাকায় সম্মেলনস্থলে হামলা চালানো হয়। এসময় হামলাকারীরা প্যান্ডেল, চেয়ার-টেবিল ভাঙচুরসহ ককটেল বিস্ফোরণ ও আগুন ধরিয়ে দেয়। ঘটনার দুই বছর পর গত ২ সেপ্টেম্বর রাতে উপজেলা সদরের গোপালপুর এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা করেন।

মামলায় রায়পুর ইউপি চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সাবেক সদস্য আতিকুর রহমানসহ ৬০ জন আওয়ামী লীগের নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। পরে আতিকুর রহমান উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিনে ছিলেন। সোমবার দুপুরে তিনিসহ তার ছোট ভাই মেহেদী হাসান, মামা সাবেক সেনা সদস্য মুকলেছুর রহমান তালুকদার, রায়পুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মঞ্জু ফকির, ইউপি সদস্য হুমায়ূন কবীর, সাবেক ইউপি সদস্য কাছম আলীসহ ছয়জন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন চান। কিন্তু বিচারক একে এম রাকিবুল হাসান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এইচএম কামাল/আরএইচ/এমএস

Read Entire Article