নেত্রকোনায় বিটিএস ভক্ত দুই মাদরাসাছাত্রী নিখোঁজ

2 weeks ago 21

নেত্রকোনার আটপাড়ায় বিটিএসে (কোরিয়ান ব্যান্ড) আসক্ত হয়ে দুই মাদরাসাছাত্রী নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় তারা।

নিখোঁজরা হলো, আটপাড়া উপজেলার মোবারকপুর গ্রামের বরিউল আওয়ালের মেয়ে মীম আক্তার (১২) ও মল্লিকপুর গ্রামের আব্দুল খালেকের মেয়ে কামরুন্নাহার (১৩)। তারা উভয়েই আটপাড়ার হযরত ফাতেমা (রা.) মহিলা মাদরাসার ছাত্রী।

পুলিশ ও নিখোঁজদের পরিবার সূত্রে জানা গেছে, মীম ও কামরুন্নাহার নেত্রকোনার আটপাড়ার হযরত ফাতেমা (রা.) মহিলা মাদরাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। পরিবারের অজান্তে স্মার্টফোনের মাধ্যমে তারা বিটিএসে আসক্ত হয়ে পড়ে। বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন দোকান থেকে তারা বিটিএসের স্টিকার সংগ্রহ করে। পরদিন বিকেলে কাউকে কিছু না জানিয়ে তারা বাড়ি থেকে বের হয়ে যায়। স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও না পেয়ে রাতে পুলিশকে অবগত করেন।

মীম আক্তারের বাবা রবিউল জানান, পরিবারের অজান্তেই স্মার্টফোন ব্যবহার করে মীম আক্তার। পরে জানতে পারি, মোবাইলফোনে সে বিটিএসে আসক্ত হয়েছে। কাউকে কিছু না জানিয়ে শুক্রবার বাড়ি থেকে নিখোঁজ হয়। আমরা এখনো তাদের সন্ধান পাইনি।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, দুই মাদরাসাছাত্রী নিখোঁজ হওয়ার ব্যাপারে পরিবারের সদস্যরা আমাকে অবগত করেছেন। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিখোঁজ দুই শিক্ষার্থী বিটিএসে আসক্ত ছিল বলে পরিবারের লোকজন জানিয়েছে।

এইচ এম কামাল/আরএইচ/জিকেএস

Read Entire Article