নেত্রকোনার বারহাট্টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ব্যানারে শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহার করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক নাসরিন আক্তারের বিরুদ্ধে।
নাসরিন আক্তার উপজেলার মনাষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহার করে দিবসটি পালন করায় এলাকার সাধারণ মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আসমা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নবীন তালুকদার জানান, মনাষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহার করা হয়। আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং তার সত্যতা পাই। তারপর প্রধান শিক্ষকের কাছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর কারণ জানতে চাই। তিনি আমাকে জানান, আপনি অনুগ্রহপূর্বক ব্যানারটি খুলে ফেলুন। আমি প্রধান শিক্ষককে বিদ্যালয়ে আসতে বললে তিনি জানান, রোজার দিন আমি বিদ্যালয়ে আসতে পারব না।
স্বেচ্ছাসেবক দলের নেতা জুয়েল জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গবন্ধুর ছবি সংবলিত ব্যানার টানিয়ে স্বাধীনতা দিবস পালন নিষিদ্ধ থাকা সত্ত্বেও প্রধান শিক্ষিকা ক্ষমতা দেখিয়ে সহকারী শিক্ষকদের নিয়ে পরামর্শক্রমে বঙ্গবন্ধুর ছবি সংবলিত ব্যানার টানিয়ে অপরাধমূলক কাজ করছেন।
প্রধান শিক্ষক নাসরিন আক্তার জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গবন্ধুর ছবি সংবলিত ব্যানার টানিয়ে দিবসটি পালনে সরকারি কোনো নির্দেশনা নেই। আমি ভুলক্রমে বিদ্যালয়ে রক্ষিত আগের পুরোনো ব্যানারটি টানিয়ে ফেলেছি।
উপজেলা শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম জানান, এ ঘটনা ফেসবুকে প্রকাশিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসানের মাধ্যমে জানতে পেরেছি। লিখিত কোনো অভিযোগ আমি এখনো পাইনি।