নেত্রকোনার কেন্দুয়ায় সাঁতরে নদী পার হতে গিয়ে এনামুল মিয়া (২০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২ জুন) বিকেল ৪টার দিকে বর্ণি নদী সাঁতরে পার হওয়ার সময় তিনি ডুবে যান।
এনামুল মিয়া কেন্দুয়া উপজেলার মোজাফরপুর গ্রামের মুহাম্মদ বিল্লাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মত জালিয়ার হাওড়ে গরু চড়াতে যান এনামুল মিয়া। বিকেলে ফেরার পথে গ্রামের কয়েক জন গরু নিয়ে নৌকায় পার হলেও এনামুল মিয়া ও তার সঙ্গে থাকা আরেকজন বর্ণি নদী সাঁতরে পার হতে চান। এসময় তিনি নদীতে নিখোঁজ হন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘গণমাধ্যম কর্মীদের কাছে খবরটি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে পুলিশ পৌঁছালে বিস্তারিত বলা যাবে।’
এইচ এম কামাল/আরএইচ/এএসএম