নেত্রকোনায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

1 month ago 21

নেত্রকোনায় স্ত্রী হত্যায় স্বামী রাসেল মিয়ার মৃত্যু দণ্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৭ নভেম্বর) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন। মামলায় অপর আসামি হিমেল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর এক নারীকে ১ বছরের কারাদণ্ড দেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালে জেলার বারহাট্টা উপজেলার চরসিংধা ভাটিপাড়া গ্রামে আব্দুল হাসিমের ছেলে একই গ্রামের রহিজ মিয়ার মিয়ার মেয়ে তমালিকা আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর তমালিকা জানতে পারে তার বিয়ের পূর্বেই স্বামী রাসেল মিয়া রোকেয়া আক্তার নামে আরেক নারীকে গোপনে বিয়ে করেছেন। এনিয়ে তাদের দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হয়। তমালিকার স্বামী রাসেল মিয়া তাকে প্রায়ই মারধর করতেন। এরপর তমালিকা বাবার বাড়িতে চলে যান। এ ঘটনার পর গ্রাম্য সালিশে আগের স্ত্রীকে তালাক দিয়ে তমালিকাকে স্বামীর বাড়িতে নিয়ে আসেন। পরদিন ২০২০ সালের ৮ জানুয়ারি রাতে স্বামী রাসেল মিয়া তার ভাই হিমেল মিয়া ও মা মাজেদা বেগম মিলে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী তমালিকাকে জবাই করে হত্যা করে বসতঘরের বারান্দায় ফেলে রাখে। পরদিন বিষয়টি জানাজানি হলে রাসেল মিয়াসহ আসামিরা ঘা ঢাকা দেয়।

এ ঘটনার পর ১০ জানুয়ারি তমালিকার বাবা রহিজ মিয়া বাদী হয়ে বারহাট্টা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলাটি তদন্ত করে একই বছরের ৬ অক্টোবর আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। আদালত সাক্ষী প্রমাণের ভিত্তিতে বুধবার আসামিদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ প্রদান করেন।

এইচএম কামাল/আরএইচ/জেআইএম

Read Entire Article