রাবিতে কলেজছাত্রের মৃত্যু: মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের

1 day ago 8

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বহিরাগত এক কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আগুন জ্বালিয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। তারা সেখানে দুই ঘণ্টা অবস্থান নেন। এসময় ক্যাম্পাসের বিনোদপুর গেট দিয়ে চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ক্যাম্পাসের বিনোদপুর গেট সংলগ্ন সড়কে এ অবরোধ করা হয়। এসময় বিক্ষোভকারীরা প্রক্টরের পদত্যাগ দাবি করেন।

সড়ক অবরোধের সময় তারা ‘আয় রাবি দেখে যা, রাজপথে তো বাপেরা’, ‘স্থানীয়দের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ‘বিনোদপুরের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

আরও পড়ুন

এসময় রাজশাহী কলেজের শিক্ষার্থী সুজন বলেন, আমাদের ছোট ভাই শিমুল হত্যার বিচার চাই। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেফতার করা হোক। প্রক্টর স্যারের পদত্যাগ করতে হবে। এটিই আমাদের এক দফা এক দাবি। এই দাবি মানা না হলে আমরা আন্দোলন চালিয়ে যাবো।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আহত অবস্থায় শিমুল নামে রাজশাহী কলেজের এক শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই শিক্ষার্থী কীভাবে মারা গেলেন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছেন, দুর্ঘটনায় আহত হয়ে মারা গেছেন শিমুল। তবে শিমুলের স্বজনদের দাবি তাকে পিটিয়ে মারা হয়েছে।

আরও পড়ুন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, শিমুলের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশের ভাষ্য, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মনির হোসেন মাহিন/এমকেআর

Read Entire Article