আধিপত্য বিস্তার নিয়ে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে নিহত ২

21 hours ago 3

জমি সংক্রান্ত বিরোধ ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

রোববার (২৬ জানুয়ারি) সকালে নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ি ইউনিয়নে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুলের সমর্থক আলমগীর হোসেন আলম (৩২) ও আলি আহমেদ (২৪)

পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাঁশগাড়ি ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম ও বর্তমান চেয়ারম্যান জাকির হোসেনের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল। দ্বন্দের জের ধরে এই দুই গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। ওইসব সংঘর্ষে একাধিক ব্যক্তি হতাহতের ঘটনায় মামলা ও পাল্টা মামলা রয়েছে। এসবের জের ধরে রোববার সকাল সাড়ে ৭টার দিকে দুই পক্ষ টেঁটা, বল্লম, দা-ছুরি ও দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

এসময় প্রতিপক্ষের ছোড়া গুলিতে নিহত হন সাবেক চেয়ারম্যান আশরাফুলের সমর্থক আলমগীর হোসেন আলম ও অলি আহামদ। এতে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে। আহতদের উদ্ধার করে নরসিংদী, নবীনগর, বাঞ্ছারামপুরসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল মাহমুদ জানিয়েছেন, চর দখল ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। এতে একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে পুলিশ।

অপরদিকে ডিএসবি পুলিশ কর্মকর্তা মাহাবুব হাসান বলেন, সংঘর্ষের ঘটনায় সদর হাসপাতালে একজন ও জেলা হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

সজ্ঞিত সাহা/এফএ/জেআইএম

Read Entire Article