নেপালে আন্তর্জাতিক সম্মাননা পেলেন হাফেজ্জী চ্যারিটেবলের মুহাম্মদ রাজ ও ডা. মশিউর

2 months ago 5

মানবিক সেবায় অনন্য অবদান রাখায় হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে নেপাল সরকার। নেপাল-বাংলাদেশ আন্তর্জাতিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-এ মানবিক সেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক সম্মাননা ও সনদপত্র গ্রহণ করেন হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের মহাপরিচালক মুহাম্মদ রাজ এবং সিনিয়র সহসভাপতি ডা. মশিউর রহমান। এই সম্মাননা তাদের হাতে তুলে দেন নেপালের সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী বারদী প্রসাদ পাণ্ডে।

রোববার (২৯ জুন) ইউনিয়ন হাউস অডিটরিয়াম, কাঠমান্ডু, নেপালে এই পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নেপালের পক্ষে সভাপতিত্ব করেন ডা. তিল কুমারী জি. রানা, ডিডিএফএনের সভাপতি এবং বাংলাদেশের পক্ষ থেকে সভাপতিত্ব করেন এম জহিরুল ইসলাম খোকন, বাংলাদেশ কোঅর্ডিনেটর।

এই সম্মাননা উপলক্ষে ‘হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি’র একটি প্রতিনিধি দল বর্তমানে নেপালে অবস্থান করছে। সফরের অংশ হিসেবে তারা মসজিদ ও মাদরাসা নির্মাণ, নওমুসলিমদের খোঁজখবর নেওয়া এবং দ্বীনি শিক্ষা প্রসারে নানা কার্যক্রম বাস্তবায়ন করছেন। প্রতিনিধি দলে আরও রয়েছেন সংস্থার সাধারণ সম্পাদক মাওলানা ইবরাহিম খলিল এবং সংস্থার শুভানুধ্যায়ী হাজি মো. ইদ্রিস আলী।

সফরকালীন সময়ে ‘টিম হাফেজ্জী’ এক গুরুত্বপূর্ণ সাক্ষাৎ করেন নেপালের সংসদ সদস্য, ইসলামী আইনবিষয়ক বিশেষজ্ঞ ও জমিয়তে উলামা নেপালের সভাপতি মোহাম্মদ খালিদ সিদ্দিকীর সঙ্গে।

জমিয়ত প্রধান টিম হাফেজ্জীর মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, নেপালের মাটিতে তারা যে দ্বীনি ও মানবিক কাজ করছেন, আমি সর্বদা তাদের পাশে থাকব ইনশাআল্লাহ।

Read Entire Article