নেপালে হোটেলবন্দী জামালরা, অনিশ্চিত ফেরার ফ্লাইট

6 hours ago 3

নেপাল সফর শেষ হলেও এখনো দেশে ফিরতে পারছেন না জামাল ভূঁইয়ারা। কাঠমান্ডুর বৈরী পরিস্থিতির কারণে হোটেলেই আটকে আছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নির্ধারিত সময়ে বিমানবন্দরে যেতে না পারায় আজ বিকেলের ফ্লাইটে ঢাকায় ফেরা নিয়ে তৈরি হয়েছে বড়সড় অনিশ্চয়তা।

আজ (মঙ্গলবার) স্থানীয় সময় বিকেল ৩টায় ছিল জামালদের দেশে ফেরার ফ্লাইট। নিয়ম অনুযায়ী অন্তত দুই ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছানো বাধ্যতামূলক। কিন্তু রাস্তায় বিক্ষোভ ও অনিশ্চিত পরিস্থিতির কারণে এখনো হোটেল ছেড়ে বের হতে পারেনি দল। এক কর্মকর্তা কাঠমান্ডু থেকে জানিয়েছেন, ‘রাস্তায় আন্দোলনের কারণে বের হওয়ার অনুমতি মেলেনি। শোনা যাচ্ছে বিমানবন্দরও আংশিক বন্ধ রয়েছে।’

এমন অবস্থায় বাংলাদেশ দলের ব্যবস্থাপনা কমিটি সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে দলকে নিরাপদে ফিরিয়ে আনার। বাফুফে ঢাকায় বসে নেপাল ফেডারেশন ও বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখেছে। সকালেই ফ্লাইটের টিকিট নিশ্চিত করে হোটেল থেকে চেক আউট করেছিল দল। কিন্তু শেষ মুহূর্তে এই জটিলতায় লাগেজ হাতে হোটেল লবিতেই অপেক্ষায় আছেন খেলোয়াড় ও কোচিং স্টাফরা।

নেপালে বৈরী পরিস্থিতির কারণে আজকের ম্যাচও বাতিল হয়েছে। খেলা না থাকায় বাংলাদেশ দল আগেভাগেই দেশে ফেরার সিদ্ধান্ত নেয়। এজন্য আগামীকালের টিকিটও আজকের জন্য রিশিডিউল করা হয়েছিল। কিন্তু এই ফ্লাইট মিস হলে আবার নতুন করে ৩৩টি টিকিট কাটতে হবে, যা বড় ঝামেলায় ফেলবে বাফুফেকে।

এখন প্রশ্ন একটাই—আজই কি দেশে ফিরতে পারবে বাংলাদেশ দল, নাকি অনিশ্চয়তার জালে আটকা পড়েই আরও একদিন থাকতে হবে কাঠমান্ডুতেই?

Read Entire Article