নেপালের দায়িত্ব নিলেন বাংলাদেশের সাবেক হেড কোচ

2 days ago 14

এর আগে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোচ ডেভ হোয়াটমোরকে হেড কোচ হিসেবে দায়িত্ব দিয়েছিল নেপাল। এবার বাংলাদেশের আরেক সাবেক হেড কোচের দিকে হাত বাড়িয়েছে তারা। দ্বিতীয় অস্ট্রেলিয়ান হিসেবে হোয়াটমোরের পর নেপালের কোচ হলেন স্টুয়ার্ট ল।

২৯ মার্চ (শনিবার) জাতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসেবে স্টুয়ার্ট ল'র নাম ঘোষণা করেছে নেপাল। মন্টি দেশাইয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন ল। চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশাইয়ের সঙ্গে চুক্তি শেষ হয়েছে নেপালের।

এর আগে সবশেষ যুক্তরাষ্ট্রের কোচ ছিলেন ল। তার কোচিংয়ে বিশ্বকাপের আগে তিন ম্যাচ সিরিজে বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারিয়ে দেয় যুক্তরাষ্ট্র, পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নিয়ে বিশ্বকাপে প্রথমবারের মতো সুপার-৮ পর্বে নাম লেখায়। তারপরও চাকরি বাঁচাতে পারেননি ল। ২০২৪ সালের অক্টোবরে তাকে ছাঁটাই করে যুক্তরাষ্ট্র।

একটা সময় বাংলাদেশ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ল। ২০১২ সালে তার কোচিংয়েই এশিয়া কাপের ফাইনালে খেলেছিল টাইগাররা। এছাড়া শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তানের হেড কোচ হিসেবেই কাজ করার অভিজ্ঞতা আছে ল'য়ের।

এমএমআর/জেআইএম

Read Entire Article