নেয়ামত স্থায়ী হয় যে দোয়ায়

1 month ago 15

আল্লাহর দেওয়া কোনো নেয়ামত যেন ছুটে না যায়, সেজন্য নিয়মিত নেক আমল করা ও যাবতীয় পাপ থেকে বেঁচে থাকা। পাশাপশি আল্লাহর কাছে দোয়াও করা। নবীজি (সা.) নেয়ামত স্থায়ী রাখার দোয়া শিখিয়েছেন। হজরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি (সা.) আমাদের নিয়ে এ দোয়া করতেন, ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন যাওয়ালি নিমাতিক, ওয়া তাহাউলি ‘আফিয়াতিক, ওয়া ফুজা-আতি নিকমাতিক, ওয়া জামিই সাখাতিক’; অর্থাৎ, ‘হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাই নেয়ামত দূর হয়ে যাওয়া হতে, আপনার দেওয়া সুস্থতা পরিবর্তন হয়ে যাওয়া থেকে, আপনার অকস্মাৎ শাস্তি আসা হতে এবং আপনার সকল প্রকার অসন্তুষ্টি থেকে।’ (মুসলিম: ৬৮৩৭)

Read Entire Article