নোয়াখালীতে হামলার প্রতিবাদে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ

2 hours ago 4

নোয়াখালীতে ইসলামী ছাত্রশিবির আয়োজিত কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে বিএনপি ও যুবদলের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুর পৌনে ২টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহর নেতৃত্বে মিছিলটি পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব ও মৎস্য ভবনের সামনে দিয়ে শাহবাগে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রিয়াজুল ইসলামের সঞ্চালনায় বিক্ষোভ-পরবর্তী সমাবেশে প্রধান অতিথি সিবগাতুল্লাহ ছাড়াও বক্তব্য দেন— কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, তথ্য সম্পাদক আবু সায়েদ সুমন, ঢাকা মহানগর পূর্ব সভাপতি আসিফ আব্দুল্লাহ, পশ্চিম সভাপতি হাফেজ আবু তাহের এবং দক্ষিণ সভাপতি হেলাল উদ্দিন।

সমাবেশ থেকে হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং সাম্প্রতিক অগ্নিকাণ্ডে জড়িতদের বিচার দাবি করা হয়।

এছাড়া আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসা, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলামসহ ঢাকা মহানগর এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় শাখার নেতারা।

আরএএস/এমএএইচ/এএসএম

Read Entire Article