নোয়াখালীর সদরে ছুরিকাঘাতে মো. আবুল হোসেন রাফি (১৯) নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) বিকেলে অশ্বদিয়া ইউনিয়নে ব্যাল্লা কোট্টা চাঁন মিয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাফি অলিপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। তিনি ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন বলে জানিয়েছেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে সুলতানা সোলাইমান উচ্চ বিদ্যালয় মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলেন রাফি। খেলার একপর্যায়ে রুমন নামে এক বন্ধুর ঠোঁট কেটে গেলে তাকে স্থানীয় পল্লী চিকিৎসক গিয়াস উদ্দিন শাহীনের কাছে নেওয়া হয়। ওই সময় শাহীন চা দোকানে বসে ছিলেন। তিনি চিকিৎসা দিতে অস্বীকৃতি জানালে রাফির সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে শাহীন দোকানে থাকা ছুরি দিয়ে রাফির গলায় আঘাত করেন।
নোয়াখালী জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. মো. শাহরিয়ার বলেন, রাফির গলায় তিন ইঞ্চি গভীর ক্ষত সৃষ্টি হয়ে ধমনি কেটে যায়। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
স্বজনরা বলেন, নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে দুই ব্যাগ রক্ত দেওয়া হয়। এরপরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। ঢাকা নেওয়ার পথেই মৃত্যু হয় রাফির।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, রাফির বাবা আবুল কালাম আজাদ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত পল্লি চিকিৎসক গিয়াস উদ্দিন শাহীনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ইকবাল হোসেন মজনু/জেডএইচ/জিকেএস

5 months ago
66









English (US) ·