নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও রকেট ফ্লেয়ারসহ দুজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত দুই ব্যবসায়ী হলেন- ওসমান গণি (৫৫) ও তার সহযোগী শাহেদ (৫২)।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৮ নভেম্বর) অনুমানিক ২টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন তমরুদ্দি বাজার সংলগ্ন লোহার পুল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানে ওই এলাকা থেকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১টি কার্তুজ, ৪টি রকেট ফ্লেয়ার এবং ৩টি মোবাইলসহ কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী ওসমান গণি (৫৫) ও তার সহযোগী শাহেদকে (৫২) আটক করা হয়।
তিনি আরও বলেন, আটককৃত ব্যবসায়ীদের জব্দকৃত সব আলামতসহ হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।