নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু

3 months ago 15

দূষণমুক্ত নদী ও নিরাপদ নৌযান, সুস্থ থাকবে পরিবেশ, রক্ষা হবে প্রাণ- স্লোগানে বুধবার শুরু হয়েছে নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৫।

বুধবার (৭ মে) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন নৌ নিরাপত্তা সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. সলিম উল্লাহ, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি মো. বদিউজ্জামান বাদল, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাঈদ আহমেদ, বাংলাদেশ পেট্রোলিয়াম ট্যাংকার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার মশিউজ্জামান (রোমেল), বাংলাদেশ কোস্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. মেহবুব কবির ও বাংলাদেশ ওয়েল ট্যাংকার ওনার্স এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার আবু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নৌপরিবহন অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার এবং শিপ সার্ভেয়ার মো. মনজুরুল কবীর।

এনএইচ/এএমএ/এমএস

Read Entire Article