ন্যু ক্যাম্পে মেসিকে নিয়ে বিদায়ী ম্যাচের পরিকল্পনা বার্সার

2 months ago 8

স্প্যানিশ ও ফুটবল বিশ্বের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনার ইতিহাসের সবচেয়ে বড় কিংবদন্তি লিওনেল মেসিকে ঘিরে এক আবেগঘন বিদায়ী ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। ন্যু ক্যাম্প স্টেডিয়ামের সংস্কার কাজ শেষে এই ম্যাচ আয়োজিত হবে বলে নিশ্চিত করেছেন বার্সার ভাইস প্রেসিডেন্ট এলেনা ফোর্ত।

২০২১ সালে দীর্ঘ ক্যারিয়ারের পর বার্সেলোনা ছাড়েন মেসি। অর্থনৈতিক জটিলতায় চুক্তি নবায়ন করতে না পারায় তিনি পাড়ি জমান পিএসজিতে, এরপর ২০২৩ সালে নতুন স্বপ্ন নিয়ে নাম লেখান ইন্টার মায়ামিতে। বয়স এখন ৩৮, আর তাই বার্সায় খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে ক্যাম্প ন্যুতে তার শেষবারের মতো পা রাখা হবে বিশেষ একটি ম্যাচে।

এলেনা ফোর্ত বলেন, ‘লিও মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি বিশেষ ম্যাচ অবশ্যই আয়োজন করা হবে ক্যাম্প ন্যুতে, যখন স্টেডিয়াম ১০০% প্রস্তুত থাকবে। এটা হবেই, কারণ মেসি বার্সেলোনার ইতিহাসের সেরা খেলোয়াড়।’

চলতি গ্রীষ্মে এশিয়া সফরে যাচ্ছে বার্সেলোনা। এরপর ১০ আগস্ট ঘরের মাঠে আয়োজিত হবে ঐতিহ্যবাহী জোয়ান গ্যাম্পার ট্রফির ম্যাচ, যেখানে প্রতিপক্ষ হিসেবে সম্ভাব্য নাম চাউর হচ্ছে সেস ফ্যাব্রেগাসের ক্লাব কোমোর।

ফোর্ত আরও জানান, ‘আমরা বিশ্বের সেরা দল গড়ার চেষ্টা করছি। খেলোয়াড়রা যাদের চায়, স্পোর্টস ডিপার্টমেন্ট তাদের আনার জন্য কাজ করছে।’

বার্সেলোনা-সমর্থকদের অপেক্ষার পালা, কবে আবার রাজকীয় স্টাইলে মেসিকে বিদায় জানানো হবে তারই প্রতীক্ষায় ফুটবলবিশ্ব।

যেখানে ন্যু ক্যাম্প, সেখানে মেসি—এই গল্পের শেষ অধ্যায়টিও হবে কিংবদন্তির মতো।

Read Entire Article