নড়াইলে ইজিবাইকচালক হত্যায় দুজনের মৃত্যুদণ্ড

5 months ago 14

নড়াইলে ইজিবাইকচালক হত্যার দায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

সোমবার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, নড়াইল সদর উপজেলার কোমখালি গ্রামের মো. মনজুর শেখের ছেলে মো. শাহিন শেখ (২৪) ও একই গ্রামের মো. আজিবার খাঁর ছেলে মো. রমজান খাঁ (২৯)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এসএম আব্দুল হক জানান, ২০২০ সালের ২৪ নভেম্বর বিকেলে উপজেলার ডাঙ্গা সিঙ্গিয়া গ্রামের ইজিবাইকচালক মো. আবু রোহান মোল্লা (২০) গাড়ি নিয়ে বের হয়ে আর ফেরেননি। পরদিন (২৫ নভেম্বর) সকালে সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন রোহানের চাঁন মিয়া। এদিন সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে পুলিশ বামনহাট এলাকা থেকে আবু রোহানের মরদেহ উদ্ধার করে।

পুলিশ তদন্ত শেষে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনের নামে চার্জশিট আদালতে দাখিল করেন। ১৪ জনের সাক্ষ্যপ্রমাণ শেষে আসামি মো. শাহিন শেখ ও মো. রমজান খাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুজনকে মৃত্যুদণ্ড দেন।

অপর আসামি মো. মাসুদ রানার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়।

হাফিজুল নিলু/আরএইচ/এএসএম

Read Entire Article