নড়িয়ায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

8 hours ago 5
বর্ণিল আয়োজনে শরীয়তপুরের নড়িয়ায় উদযাপিত হয়েছে দৈনিক কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতা ও সুধীজনদের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় নড়িয়া উপজেলা পরিষদের কনফারেন্স রুমে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি মো. ইলিয়াস মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস এবং নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান। এ ছাড়া বক্তব্য দেন দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি বোরহান উদ্দিন রাব্বানী, এনটিভির জেলা প্রতিনিধি আব্দুল আজিজ শিশির, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি মো. কবিরউজ্জামান, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি আব্দুল খালেক ইমন, স্টার নিউজের জেলা প্রতিনিধি মিরাজ সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ চৌধুরী, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম, নড়িয়া থানার তদন্ত কর্মকর্তা সুকান্ত দত্ত। রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মমিনুল হক স্বপন মাঝি, জামায়াতে ইসলামীর উপজেলা পূর্ব শাখার আমির কাজী আবুল বাশার, পশ্চিম শাখার আমির ইঞ্জি. কাহেদ নজরুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক সভাপতি আলহাজ আব্দুস সালাম শিকারী এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নোমান চৌকিদার প্রমুখ। বক্তারা বলেন, সত্য, সাহস ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই দৈনিক কালবেলা পাঠকের আস্থা অর্জন করেছে। তারা কালবেলার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
Read Entire Article