পঞ্চগড় জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার

3 weeks ago 20
অপারেশন ডেভিল হান্ট অভিযানে পঞ্চগড় জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর কবিরকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে এ তথ্যটি নিশ্চিত করেছেন পুলিশ। এর আগে, শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে তাকে ভজনপুর এলাকা থেকে আটক করা হয়।  জানা যায়, আলমগীর কবীর জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান। গত ২০২২ সালের ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে সদস্য নির্বাচিত হয়ে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। আলমগীর ভজনপুর গনাগছ গ্রামের তসির উদ্দিনের ছেলে। তেঁতুলিয়া মডেল থানার ওসি এনায়েত কবীর বলেন, শনিবার রাতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আলমগীর কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। 
Read Entire Article