পঞ্চগড়ে সারজিসকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী
পঞ্চগড়ে জামায়াতে ইসলামীর প্রার্থী, পঞ্চগড় জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসাইন সারজিস আলমকে সমর্থন দিয়ে সরে দাঁড়িয়েছেন। সোমবার বিকেলে সারজিস আলম ইকবাল হোসাইনকে সাথে নিয়ে রিটার্নিং অফিসার ও পঞ্চগড় জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামানের হাতে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জামায়াতের প্রার্থী ইকবাল হোসাইন ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে সারজিস আলমকে পরিচয় করিয়ে দেন এবং সারজিস আলমের পক্ষে জামায়াতে ইসলামী কাজ করবে বলে আশ্বাস দেন।এদিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ের দুটি আসনে ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। পঞ্চগড় সদর, আটোয়ারী এবং তেঁতুলিয়া উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড়-১ আসনে ১২ জন মনোনয়নপত্র কিনেছিলেন, যার মধ্যে ৮ জন জমা দিয়েছেন। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির মনোনয়ন জমা দিয়েছেন। অন্যদিকে, জামায়াত সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম মনোনয়নপত্র জমা দিয়েছে
পঞ্চগড়ে জামায়াতে ইসলামীর প্রার্থী, পঞ্চগড় জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসাইন সারজিস আলমকে সমর্থন দিয়ে সরে দাঁড়িয়েছেন। সোমবার বিকেলে সারজিস আলম ইকবাল হোসাইনকে সাথে নিয়ে রিটার্নিং অফিসার ও পঞ্চগড় জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামানের হাতে মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জামায়াতের প্রার্থী ইকবাল হোসাইন ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে সারজিস আলমকে পরিচয় করিয়ে দেন এবং সারজিস আলমের পক্ষে জামায়াতে ইসলামী কাজ করবে বলে আশ্বাস দেন।
এদিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ের দুটি আসনে ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। পঞ্চগড় সদর, আটোয়ারী এবং তেঁতুলিয়া উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড়-১ আসনে ১২ জন মনোনয়নপত্র কিনেছিলেন, যার মধ্যে ৮ জন জমা দিয়েছেন।
এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির মনোনয়ন জমা দিয়েছেন। অন্যদিকে, জামায়াত সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানও মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া, জাগপার আল রাশেদ প্রধান, গণ অধিকার পরিষদের মাহফুজুর রহমান, লেবার পার্টির ফেরদৌস আলম, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের সিরাজুল ইসলাম ও বিএসপির আব্দুল ওয়াদুদ বাদশা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই আসন থেকে জামায়াত মনোনীত প্রার্থী ইকবাল হোসাইনসহ ১২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে, সময় মতো পৌঁছাতে না পেরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারেননি।
অন্যদিকে, বোদা ও দেবীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড়-২ আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ এবং জামায়াতে ইসলামীর সফিউল্লাহ সুফী মনোনয়ন জমা দিয়েছেন।
এছাড়া, বাংলাদেশ জাসদের এমরান আল আমিন, জাসদের আল রাশেদ প্রধান, ইসলামী আন্দোলনের কামরুল হাসান প্রধান, এলডিপির রেজাউল ইসলাম, জাতীয় পার্টির লুৎফর রহমান রিপন, সিপিবির আশরাফুল আলম, বিএসপির দেলোয়ার হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী রহিমুল ইসলাম বুলবুল ও মাহমুদ হোসেন সুমন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই আসন থেকে ১২ জন মনোনয়নপত্র গ্রহণ করলেও খেলাফত মজলিসের আবুল কাসেম মনোনয়নপত্র দাখিল করেননি।
What's Your Reaction?