পটুয়াখালীতে পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনে আগুন

1 month ago 7
পটুয়াখালীর কলাপাড়ায় পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে (সাব-স্টেশন) হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (০৪ আগস্ট) বিকেল ৪টার দিকে পৌর শহরের ১নং ওয়ার্ডে স্থাপিত এ কেন্দ্রের একটি ট্রান্সমিটারে আগুন ধরে যায়। কলাপাড়া জোনাল অফিসের ডিজিএম জয় প্রকাশ নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন। তবে খবর পেয়ে খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে কলাপাড়া অগ্নিনির্বাপক দলের সদস্যরা। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির কবল থেকে রক্ষা ওই কেন্দ্রটি সহ স্থানীয়রা। এদিকে এ অগ্নিকাণ্ডে গোটা উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।  এ বিষয়ে কলাপাড়া জোনাল অফিসের ডিজিএম জয় প্রকাশ নন্দী জানান, ট্রান্সমিটারে ওভার হিটের কারণে কিং শর্টসার্কিটের কারণে এ আগুন লাগতে পারে বলে ধারণা করছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি, তবে প্রকৃত কারণ বিস্তারিত তদন্তের পর জানা যাবে। এ ছাড়া দ্রুত সময়ের মধ্যে গ্রাহকদের বিদ্যুৎসেবা দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। 
Read Entire Article