‘পণ্য স্তুপ রাখায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে বেগ পেতে হয়’

9 hours ago 5

 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের সামনের অ্যাপ্রোনে পণ্য স্তুপ করে রাখার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে বেবিচকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তারা বিভিন্ন এয়ারলাইন্স থেকে আসা মালামাল কার্গো ভিলেজের সামনের অ্যাপ্রোনে স্তুপ করে রেখেছিল। যার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে কিছুটা বেগ পেতে হয়েছে। আমরা ধারণা করছি, ভিলেজে আগুনের সূত্রপাত হয়েছে কোনো আমদানি কুরিয়ার সার্ভিস থেকে।

আরও পড়ুন:

কার্গো ভিলেজে আগুনের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের ৫ সদস্যের কমিটি
শাহজালালে আগুনে ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকার বেশি: বিজিএমইএ
প্রায় ২৭ ঘণ্টা পর কার্গো ভিলেজের আগুন নির্বাপণ

তিনি আরও বলেন, প্রতি সপ্তাহে শাহজালাল বিমানবন্দরে ফায়ার ড্রিল করা হয় এবং আগুনের ঘটনায় আইসিএওর প্রোটোকল অনুযায়ী সব ব্যবস্থা নেওয়া হয়েছে। আগুন লাগার পর ১৫টি ফ্লাইট ডাইভার্ট করা হয়, এর মধ্যে চারটি কলকাতায় ও একটি কাঠমান্ডুতে নামে। তবে কার্গো অপারেশন একদিনও বন্ধ হয়নি; বর্তমানে ৯ নম্বর গেট দিয়ে কার্যক্রম চলছে।

বিমানবন্দরের মান বা আন্তর্জাতিক রেটিং কমে যাওয়ার আশঙ্কা আছে কি না, এমন প্রশ্নের জবাবে বেবিচক চেয়ারম্যান বলেন, এই ঘটনায় আইসিএওর (আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা, জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা আন্তর্জাতিক বিমান চলাচলের নীতি ও কৌশল সমন্বয় করে এবং এর নিরাপদ ও সুশৃঙ্খল বৃদ্ধি নিশ্চিত করে) মানদণ্ডে কোনো প্রভাব পড়বে না। বরং দুর্ঘটনার প্রতিবেদন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে বিমানবন্দরের ইমেজ আরও উন্নত হবে।

এমএমএ/এসএনআর/জেআইএম

Read Entire Article