১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেছেন, পতিত আওয়ামী লীগ এখন রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায়। এ জন্য তারা নানা ষড়যন্ত্র-চক্রান্তে লিপ্ত। গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও সেখানে বসে এখন নানা উপায়ে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে অপচেষ্টা করছে। পতিত ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র সম্পর্কে আমাদের সবাইকে সজাগ-সতর্ক থাকতে হবে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘আমার দেশ আমার অধিকার পার্টি’ আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
লায়ন ফারুক রহমান বলেন, জোর করে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়েছে পতিত আওয়ামী সরকার। তাই বাংলাদেশে আর ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না, আমরা হতে দেব না। পত্রিকার রিপোর্ট অনুযায়ী, আজকে ৬০ শতাংশ মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে, পূর্বে এই স্বাধীনতা ছিল না। আমরা কথা বলতে পারতাম না, সমগ্র দেশকে একটি কারাগারে পরিণত করেছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার।
চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ১২ দলীয় জোটের এই শীর্ষ নেতা।
‘আমার দেশ আমার অধিকার পার্টির সভাপতি শওকত হোসেন তানজিলের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, বাংলাদেশ লেবার পার্টির দলীয় মুখপত্র মো. শরিফুল ইসলাম প্রমুখ।