পতিত আ.লীগ ভারত থেকে গুজব ছড়াচ্ছে : মির্জা ফখরুল

5 hours ago 2

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য ভারত থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমানে গুজব ছড়াচ্ছে।

তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জনিয়ে বলেন, অনেক গুজব চারদিকে। গুজবে কান দেব না। কারণ গুজব গুজবই। আমি স্পষ্ট করে বলতে চাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমাদের মধ্যে ঐক্য আছে। সেই ঐক্য নিয়ে আমরা জয় করব ইনশাআল্লাহ।

মঙ্গলবার (০২ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরায় একটি খালের পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে উত্তরার ১২ সেক্টরে একটি খাল এবং দক্ষিণ বিএনপির উদ্যোগে সকালে মানিকনগরের খালের ময়লা-আবর্জনা পরিষ্কার অভিযান হয়। প্রসঙ্গত, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগরে র‌্যালি করতে চেয়েছিল বিএনপি। তবে জনদুর্ভোগের কথা চিন্তা করে সেই কর্মসূচির পরিবর্তে খাল-নর্দমা পরিষ্কারের কর্মসূচি দেয় দলটি।

মির্জা ফখরুল বলেন, আমাদের র‌্যালি হওয়ার কথা ছিল। কিন্তু র‌্যালি হলে রাস্তায় ভিড় হয়ে যায়, গাড়ি-ঘোড়া বন্ধ হয়ে যায়, ঢাকা শহর বন্ধ হয়ে যায়- মানুষের কষ্ট হয়। এই কথা চিন্তা করে আমাদের নেতা তারেক রহমান বললেন, ঢাকা শহরে দুটি অঞ্চলে দুটি খাল আপনারা বেছে নেন যেটা আপনারা পরিষ্কার করবেন। সেভাবে আমাদের নেতাদের বলেছি এবং এই কর্মসূচি হচ্ছে। আমার একটা অনুরোধ আছে নেতাদের কাছে। সেটা হচ্ছে, আজ পাঁচ মিনিটের জন্য দেখিয়ে চলে গেলে হবে না, পাঁচ মিনিটের জন্য আমরা দেখলাম আমরা পরিষ্কার করতেছি তারপরে নেই। আমরা দেখতে চাই, খাল পরিষ্কার হয়েছে এবং আপনাদের নেতাকর্মীরা পরিষ্কার করেছে। এখানে বুঝা যাবে আপনাদের দলের প্রতি দরদ কতটা।

তিনি বলেন, নেতাদের স্যুট-কোট পরে এলে হবে না, কারা পরে আসছে? স্যুট পরে কি খাল পরিষ্কার করা যাবে? যাবে না, পায়জামা পরেন, হাফ প্যান্ট পরেন। পরে সবার সঙ্গে পরিচ্ছন্নতায় নামতে হবে। মহিলা নেত্রীরা কেউ কেউ সাজগোজ করে পার্লার থেকে আসছেন আমি দেখতে পাচ্ছি। এই প্রোগ্রাম হবে না, হাঁটতে হবে, জনগণের কাছে যেতে হবে। বাড়ি বাড়ি গিয়ে বিএনপির কথা বলতে হবে। জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের কথা বলতে হবে।

কোথাও গোলযোগ করা যাবে না জানিয়ে মির্জা ফখরুল বলেন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সবার আগে নেতৃত্ব নিতে হবে। কোথাও কোনো গোলযোগ করা যাবে না। বিশেষ করে নির্বাচনগুলো হচ্ছে ছাত্র সংসদগুলোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। সেখানে যেন কোনো গোলযোগ সৃষ্টি না করি। কোথাও যেন এই বদনাম না আসে বিএনপির বিরুদ্ধে।  আপনারা বড় দল আপনাদের দায়িত্ব বেশি, তাই না?

অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান, এসএম জাহাঙ্গীর হোসেনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। পরে খাল পরিষ্কার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি মহাসচিব।

Read Entire Article