গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, পত্রিকার সার্কুলেশন নিয়ে চরম দুর্নীতি হয়েছে। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) তথ্য অনুসারে তালিকাভুক্ত পত্রিকার সার্কুলেশন অনুসারে ঢাকা শহরে ১ কোটি ৫১ লাখ পত্রিকা বিক্রি হওয়ার কথা। কিন্তু বাস্তবে এ সংখ্যা ১০ লাখও হবে না। সে হিসাবে ১ কোটি ৪১ লাখ পত্রিকা বিক্রির তথ্য একেবারে ভুয়া ও জালিয়াতি।
সরকারি হিসাবে মিডিয়াভুক্ত হিসেবে ৬০০টি পত্রিকা সরকারি বিজ্ঞাপন পাচ্ছে। কিন্তু পত্রিকা যারা বিক্রি করেন দুটি হকার সমিতির হিসাব অনুসারে, মাত্র ৫২টি পত্রিকা নিয়মিত বিক্রি হয়। যে পত্রিকা প্রকাশিত হয় না সে পত্রিকা কি কেউ কেনে? এগুলো শুধু সরকারি বিজ্ঞাপন পাওয়ার জন্য দেখানো হয়। দীর্ঘদিন যাবত এ অনিয়ম দুর্নীতি জালিয়াতি হয়ে আসছে।
আজ (শনিবার) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ তিনি এ কথা বলেন।
সারকুলেশনের জালিয়াতি রোধে কোনো সুপারিশ করা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে কামাল আহমেদ বলেন, পত্রিকার সার্কুলেশন যাচাইয়ে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছে। এছাড়া পত্রিকা বিক্রির বিল রশিদ যাচাই করারও সুপারিশ করা হয়েছে বলে তিনি জানান।
এমইউ/এমএইচআর/এএসএম