১৬ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শিক্ষার্থীরা বৈষম্যের শিকার

1 day ago 18

গত ১৬ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে ছাত্রলীগ ছাড়া সাধারণ শিক্ষার্থীরা নানান বৈষম্যের শিকার হয়েছে বলে মন্তব্য বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল শাখা ছাত্রদলের উদ্যোগে ইফতার ও পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নতুন বাংলাদেশে যেন কোনো ফ্যাসিজম তৈরি না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ছাত্রদল সভাপতি।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, গত ১৬ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগ ছাড়া সাধারণ শিক্ষার্থীরা নানা বৈষম্যের শিকার হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের হল তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের স্থান হিসেবে তৈরি করে ফেলেছিল। তাই নতুন বাংলাদেশে যেন কোনো ফ্যাসিজম তৈরি না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

হল শাখা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাদের সঙ্গে হলের সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে পুনর্মিলনী অনুষ্ঠান মিলনমেলায় পরিণত হয়।

অমর একুশে হল ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান বাপ্পির সঞ্চালনা এবং সভাপতি আব্দুল্লাহ আর রিয়াদের সভাপতিত্বে পুনর্মিলনী অনুষ্ঠানের স্লোগান ছিল- ‘সবার আগে অমর একুশে হল পরিবার/ভালোবাসার টানে মিলবো হেথা বারংবার’।

অনুষ্ঠানে বক্তারা সব বৈষম্য দূর করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো যেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হয় সেদিকে নজর রাখতে হল প্রশাসনের প্রতি আহ্বান জানান।

পাশাপাশি যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীকে ঐক্যবদ্ধ হওয়ার কথাও জানান তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলের সাবেক প্রাধ্যক্ষ ড. আখতার হোসেন খান এবং বর্তমান প্রাধ্যক্ষ ড. ইসতিয়াক এম সৈয়দ।

এছাড়া উপস্থিত ছিলেন- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মনজুরুল রিয়াদ, শাকির আহমেদ, আশরাফুল ইসলাম অনিক, মারুফ এলাহী রনিসহ অমর একুশে হল ছাত্রদলের নেতারা।

এএএ/এমকেআর

Read Entire Article