পদত্যাগ করলেন আনচেলত্তি

ব্রাজিলের কোচিং প্যানেলে কার্লো আনচেলত্তির সঙ্গে যোগ দিয়েছিলেন তার ছেলে ডেভিড আনচেলত্তি। পরে জাতীয় দলের দায়িত্ব ছেড়ে ব্রাজিলের ক্লাব বোটাফোগোর দায়িত্ব নেন তিনি। নিজের সেই দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন আনচেলত্তি। ক্লাব কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।  সামাজিক যোগাযোগমাধ্যমে বোটাফোগো জানায়, আগামী মৌসুমে ক্লাবটির কোচের দায়িত্বে আর থাকছেন না আনচেলত্তি। দেশটির গণমাধ্যমের খবর, ক্লাবটির ফিজিক্যাল ট্রেনার লুকা গুয়েরাকে বরখাস্ত করার বিষয়টি ভালোভাবে নেননি ডেভিড আনচেলত্তি। তার শর্ত ছিল– পুরো টেকনিক্যাল স্টাফ একসঙ্গে থাকলেই তিনি প্রধান কোচের দায়িত্ব চালিয়ে যাবেন। তবে তাতে রাজি হয়নি বোটাফোগো। আর এ কারণেই পদত্যাগের  সিদ্ধান্ত নেন তিনি।  বোটাফোগো দিয়েই কার্লো আনচেলত্তির ছেলে প্রথমবারের মতো পেশাদার কোচ হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। ডেভিডের অধীনে ক্লাবটি ৩২ ম্যাচে ১৪ জয়, ১১ ড্র এবং ৭টিতে হেরেছে। মৌসুম শেষে ৩৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে আনচেলত্তির বোটাফোগো। এক বিবৃতিতে ব্রাজিলের ক্লাবটি লেখে, ‘ডেভিড আনচেলত্তি আর বোটাফোগোর কোচ নন। তার সঙ্গে লুকা গুয়েরা এবং সহকারী লুইস তেভেনে

পদত্যাগ করলেন আনচেলত্তি
ব্রাজিলের কোচিং প্যানেলে কার্লো আনচেলত্তির সঙ্গে যোগ দিয়েছিলেন তার ছেলে ডেভিড আনচেলত্তি। পরে জাতীয় দলের দায়িত্ব ছেড়ে ব্রাজিলের ক্লাব বোটাফোগোর দায়িত্ব নেন তিনি। নিজের সেই দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন আনচেলত্তি। ক্লাব কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।  সামাজিক যোগাযোগমাধ্যমে বোটাফোগো জানায়, আগামী মৌসুমে ক্লাবটির কোচের দায়িত্বে আর থাকছেন না আনচেলত্তি। দেশটির গণমাধ্যমের খবর, ক্লাবটির ফিজিক্যাল ট্রেনার লুকা গুয়েরাকে বরখাস্ত করার বিষয়টি ভালোভাবে নেননি ডেভিড আনচেলত্তি। তার শর্ত ছিল– পুরো টেকনিক্যাল স্টাফ একসঙ্গে থাকলেই তিনি প্রধান কোচের দায়িত্ব চালিয়ে যাবেন। তবে তাতে রাজি হয়নি বোটাফোগো। আর এ কারণেই পদত্যাগের  সিদ্ধান্ত নেন তিনি।  বোটাফোগো দিয়েই কার্লো আনচেলত্তির ছেলে প্রথমবারের মতো পেশাদার কোচ হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। ডেভিডের অধীনে ক্লাবটি ৩২ ম্যাচে ১৪ জয়, ১১ ড্র এবং ৭টিতে হেরেছে। মৌসুম শেষে ৩৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে আনচেলত্তির বোটাফোগো। এক বিবৃতিতে ব্রাজিলের ক্লাবটি লেখে, ‘ডেভিড আনচেলত্তি আর বোটাফোগোর কোচ নন। তার সঙ্গে লুকা গুয়েরা এবং সহকারী লুইস তেভেনেত ও অ্যান্ড্রু ম্যাঙ্গানও ক্লাব ছাড়ছেন। দলের দায়িত্বে থাকাকালে পেশাদারিত্ব ও অঙ্গীকারের জন্য বোটাফোগো ডেভিড আনচেলত্তিকে ধন্যবাদ এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow