পদ্মা সেতুতে ৮০ কিলোমিটার গতিতে গাড়ি চলতে পারবে

7 hours ago 4

পদ্মা সেতুতে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে গাড়ি চলাচলের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রোববার (৯ মার্চ) বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি সেতু বিভাগকে এ নির্দেশ দেন।

পদ্মা সেতুতে গাড়ির গতি নিয়ন্ত্রণ করে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিসীমা বেঁধে দিয়েছিল বিগত সরকার। বর্তমানে এ সেতু দিয়ে গাড়ি পারাপারে আরও গতি প্রয়োজন বলে মনে করছেন আন্তঃমন্ত্রণালয় সভার অংশীজনরা। এরই পরিপ্রেক্ষিতে নতুন গতিসীমা নির্ধারণ করা হয়েছে।

ফাওজুল কবির খান বলেন, পদ্মা সেতুতে যানবাহন চলাচলের গতিসীমা আগে ঘণ্টায় ৬০ কিলোমিটার ছিল। ঈদের সময় যানবাহনগুলো যেন দ্রুত পারাপার হতে পারে সেজন্য গতিসীমা ৮০ কিলোমিটার করা হবে।

তিনি বলেন, এতে (গতিসীমা বাড়লে) যানজট হবে না, গাড়ি আটকে থাকবে না, দ্রুত গাড়ি চলে যেতে পারবে। মহাসড়কে গতিসীমার কিছু সাইন আছে সেগুলো দিতে হবে।

একই সঙ্গে ঈদের সময় সড়কে কোনো দুর্ঘটনা ঘটলে আহতদের যেন দ্রুত কাছাকাছি কোনো হাসপাতালে নেওয়া যায় সে ধরনের ব্যবস্থাপনা থাকবে বলেও জানান সড়ক ও সেতু উপদেষ্টা।

এনএস/এমকেআর/জিকেএস

Read Entire Article