পদ্মার ভাঙনে পাটুরিয়ার ৪ নম্বর ঘাট বন্ধ, ফেরি চলাচল ব্যাহত

2 weeks ago 10

পদ্মায় তীব্র স্রোত ও ভাঙনের কারণে মানিকগঞ্জের পাটুরিয়ার ৪ নম্বর ফেরিঘাট বন্ধ রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে ভাঙনে ফেরিঘাটের র‌্যাম্প পানিতে ডুবে গেলে ফেরি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়।

মেরামতের কাজ চলায় দুপুর দেড়টা পর্যন্ত বন্ধ ছিল ৩ নম্বর ঘাটও। ফলে বিকেল পর্যন্ত ফেরি চলাচলে চরম বিঘ্ন ঘটে। বর্তমানে পাটুরিয়ার পাঁচটি ফেরিঘাটের মধ্যে কেবল দুটি দিয়ে ফেরি পারাপার হচ্ছে।

jagonews24

ঝিনাইদহ থেকে পণ্যবোঝাই ট্রাক নিয়ে আসা চালক মিজানুর রহমান বলেন, ‘মালামাল সময়মতো পৌঁছাতে না পারলে ব্যবসায়ীরা আমাদের গালমন্দ করে। একেক দিন একেক ঘাট বন্ধ হয়। এর কোনো স্থায়ী সমাধান কেউ নেই না।’

বাসচালক কাইয়ুম মিয়া বলেন, ‘আগে এতো সমস্যা হতো না। কয়েকদিন ধরে পারাপারে অনেক সময় লাগছে। শুনেছি ভাঙনের কারণে দুইটা ঘাট বন্ধ রয়েছে।’

jagonews24

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ভারপ্রাপ্ত ডিজিএম আব্দুস সালাম জানান, নদীর তীব্র স্রোত ও ভাঙন পরিস্থিতি সামাল দিতে নিয়মিত মেরামতের কাজ চলছে। তবে স্থায়ী সমাধান নির্ভর করছে নদী শাসন প্রকল্পের ওপর।

মো. সজল আলী/এসআর/জেআইএম

Read Entire Article