পদ্মায় ধরা পড়ল ৫২ কেজির বাগাড়, বিক্রি হলো যত দামে

3 weeks ago 6

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ৫২ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। পরে মাছটি ৭২ হাজার ৮০০ টাকায় টাঙ্গাইলে বিক্রি করা হয়। 

রোববার (১ ডিসেম্বর) সকালে পদ্মা নদীতে জেলের জালে মাছটি ধরা পড়ে। 

পরে মাছটি প্রকাশ্য নিলামে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে বিক্রি হয়। দৌলতদিয়ার আড়তদার হালিমের আড়তে মাছটি প্রথম বিক্রি হয়। পরে সেখানে নিলামে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ৬৭ হাজার ৬০০ টাকায় শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান মিয়া সম্রাট কিনে নেন।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান মিয়া সম্রাট বলেন, নিলামে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ৬৭ হাজার ৬০০ টাকায় মাছটি ক্রয় করি। 

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে টাঙ্গাইলের এক ক্রেতার কাছে ৭২ হাজার ৮০০ টাকায় মাছটি বিক্রি করা হয়েছে।

Read Entire Article