পবিত্র মাহে রমজানের চাঁদের ছবি প্রকাশ
দীর্ঘ এক বছরের প্রতীক্ষার পর পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে এবং শনিবার (১ মার্চ) থেকে দেশটিতে রোজা শুরু হবে।
তবে, সৌদি আরবের আকাশে মেঘাচ্ছন্ন পরিস্থিতির কারণে চাঁদের দেখা পেতে কিছুটা দেরি হয়। শেষ পর্যন্ত চাঁদটি দেখা গেলে, সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে রমজান মাস শুরুর ঘোষণা দেয়। এদিকে, রমজান মাসের চাঁদের ছবি তুলেছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিভিত্তিক আল-খাতিম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষক কেন্দ্র।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ থেকে জানা যায়, তারা অত্যন্ত উন্নত প্রযুক্তি ব্যবহার করে চাঁদের ছবি তুলতে সক্ষম হয়।
মাইক্রো ব্লগিং সাইট এক্স (সাবেক টুইটার)-এ সংস্থাটি একটি পোস্ট দিয়ে জানায়, আমিরাত ফতোয়া কাউন্সিলের সঙ্গে সমন্বয়ে আল-খাতিম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষক কেন্দ্র পবিত্র রমজানের চাঁদের অনুসন্ধান চালানোর সময় চাঁদটি দেখতে পায়। এটি আরব বিশ্বের রমজান মাসের অর্ধচন্দ্রের ছবি।
চাঁদের ছবি ও প্রযুক্তির গুরুত্ব
এই ছবিটি অত্যন্ত উন্নত প্রযুক্তি ব্যবহার করে তোলা হয়েছে, যা খালি চোখে দেখা বেশ কঠিন ছিল। বিশেষজ্ঞদের মতে, এই ছবি তুলতে ব্যবহৃত যন্ত্রপাতি অত্যন্ত সূক্ষ্ম এবং রিয়েল-টাইম পর্যবেক্ষণের মাধ্যমে চাঁদের অদৃশ্য অংশও শনাক্ত করা সম্ভব হয়েছে।
আবুধাবির আল-খাতিম জ্যোতির্বিদ্যা কেন্দ্র এই প্রযুক্তির সাহায্যে চাঁদের প্রায় সব বৈশিষ্ট্য সুস্পষ্টভাবে ধারণ করতে সক্ষম হয়েছে।
রমজানের চাঁদ দেখা মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি রোজা রাখার সময়সূচি নির্ধারণ করে। সাধারণত, মুসলিমরা পবিত্র রমজান মাসে সিয়াম সাধনা (রোজা) পালন করে, যা ইসলামিক ক্যালেন্ডারের নবম মাসে অনুষ্ঠিত হয়।
বিশ্বব্যাপী রমজান শুরুর সাদৃশ্য ও বৈচিত্র্য
রমজান মাস বিশ্বের মুসলিম সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি ইসলামের অন্যতম পঞ্চস্তম্ভ। বিশ্বের বিভিন্ন অঞ্চলে রমজান শুরুর তারিখ এবং চাঁদ দেখার অভিজ্ঞতা ভিন্ন হতে পারে, কিন্তু সব মুসলিমই একযোগে এই মাসের শুরুতে সিয়াম পালন করেন।
দেশের স্থানীয় গণমাধ্যমে রমজান শুরুর ঘোষণা পাওয়ার পর, ধর্মপ্রাণ মুসলিমরা নামাজ, দোয়া এবং আত্মশুদ্ধির উদ্দেশ্যে ইবাদত শুরু করবেন। এবারের রমজানকে ঘিরে মুসলিম বিশ্বে এক নতুন জাগরণ ও অনুভূতির সৃষ্টি হয়েছে এবং দেশের প্রতিটি অঞ্চলে রমজানকে স্বাগত জানাতে বিশেষ প্রস্তুতি চলছে।