পরিচয় মিলেছে পূর্বাচলের লেকে পাওয়া সেই তরুণীর

1 month ago 18
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরের লেক থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় তরুণীর লাশের পরিচয় মিলেছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার পূর্বাচলের ২ নম্বর সেক্টর বউরারটেক এলাকার লেক থেকে লাশটি উদ্ধার করা হয়।  নিহত তরুণীর নাম- সুজানা (১৮)। তিনি রাজধানীর কচুক্ষেত এলাকার মৃত আব্বাস মিয়ার মেয়ে।  নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সুজানা ঢাকার ভাসান টেক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। পুলিশ জানায়, প্রাথমিকভাবে নিহতের গলা ও মুখমণ্ডলে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহের অবস্থা দেখে গত রাতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রয়োজন। দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে সকাল ৮টার দিকে কুড়িল-কাঞ্চন আঞ্চলিক সড়কের পাশে পূর্বাচলের ২ নম্বর সেক্টরের বউরারটেক এলাকায় লেকটিতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা পুলিশে খবর দেন। এ সময় লেকের পাশে একটি হেলমেট ও ব্যাগ উদ্ধার করা হয়। এর আগে গত ১৩ নভেম্বর পূর্বাচলের লেকটির আরেকটি অংশ থেকে এক ব্যবসায়ীর সাতখণ্ড মরদেহ উদ্ধার করে পুলিশ।
Read Entire Article