পর্তুগাল এবং স্পেনে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, শত শত দমকলকর্মী নতুন করে দাবানলের বিরুদ্ধে লড়াই শুরু করেছেন। প্রতি বছরই গ্রীষ্মকালে এই অঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে। খবর এএফপির।
পর্তুগালের মধ্যাঞ্চলের সেয়াতে সবচেয়ে বড় দাবানল ছড়িয়ে পড়েছে। সেখানে তীব্র বাতাসের কারণে আগুন নেভানোর জন্য ৬০০ দমকলকর্মী মোতায়েন করা হয়েছে এবং বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দিতে হয়েছে বলে নাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে।
নাগরিক সুরক্ষা মুখপাত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা লুসা জানিয়েছে, বাড়ি-ঘর রক্ষা করাটাই সর্বোচ্চ অগ্রাধিকার ছিল। পুলিশ জানিয়েছে, তারা আগুন লাগার জন্য সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
স্পেনে কর্তৃপক্ষ শনিবার কাছাকাছি আগুন লাগার কারণে সতর্কতা হিসাবে উত্তর-পশ্চিমের ছোট গ্রাম ক্যাস্ট্রোমিলে চলাচলে সীমাবদ্ধ করে দিয়েছে।
আগস্টে ভয়াবহ দাবানলের তীব্রতা এই অঞ্চলকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। শনিবার তীব্র বাতাসের কারণে সেখানে নতুন করে দাবানল শুরু হয়। নিকটবর্তী ক্যাস্টিলা এবং লিওন অঞ্চলের পরিবেশ মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
গত কয়েক বছরে স্পেনে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ দাবানলের কারণে কয়েক সপ্তাহ ধরে কার্যকর থাকা জরুরি অবস্থা রোববার তুলে নেওয়া হয়। ওই দাবানলে চারজন নিহত এবং তিন লাখ হেক্টরেরও বেশি জমি পুড়ে গেছে।
আগস্টে ভয়াবহ দাবানলে মধ্য ও উত্তর পর্তুগালও ধ্বংস হয়ে গেছে। সেখানে চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
জাতীয় প্রকৃতি ও বন সংরক্ষণ ইনস্টিটিউটের তথ্য অনুসারে, পর্তুগালের দাবানলে প্রায় আড়াই লাখ হেক্টর জমি ধ্বংস হয়ে গেছে, যা ২০১৭ সালের পর থেকে সবচেয়ে ভয়াবহ। জাতীয় আবহাওয়া সংস্থা শুক্রবার জানিয়েছে, ১৯৩১ সালের পর পর্তুগালে এই বছর সবচেয়ে উষ্ণ গ্রীষ্মকাল চলছে।
টিটিএন