পর্যটকদের জন্য বান্দরবানে ছাদখোলা বাস

2 months ago 35

বান্দরবান-চিম্বুক-নীলগিড়ি এবং বান্দরবান মেঘলা-নীলাচল প্রথমবারের মতো চালু হলো ট্যুরিস্ট বাস। এই বাসে চড়ে পর্যটকরা উপভোগ করতে পারবেন পাহাড়, ঝরন এবং প্রকৃতির অপার সৌন্দর্য।

সোমবার (১৮ নভেম্বর) সকালে এই ঘোষণা দেন বান্দরবান পূরবী বাস মালিক সমিতির সভাপতি কাজল কান্তি দাশ।

কাজল কান্তি দাশ বলেন, পর্যটকদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ট্যুরিস্ট বাসের প্রয়োজনীয়তা আছে। জেলা প্রশাসকের অনুমতিতে আমরা ট্যুরিস্ট বাস চালুর সিদ্ধান্ত নিয়েছি। তবে গত ১৭ নভেম্বর এই বাস নীলগিড়িতে পরীক্ষামূলকভাবে যাওয়ার পথে হিলবোর্ড মোড়ে মাহিন্দ্র মালিক ও শ্রমিক মালিক সমিতি বাধা দেয়। এ ছাড়া গাড়ি চালানো যাবে না বলে হুমকি প্রদান করে তারা।

তিনি আরও বলেন, বান্দরবান হিলভিউ আবাসিক হোটেলের সামনে থেকে সকাল ৭টায় ছাদখোলা বাস ছেড়ে যাবে এবং দুপুরে বান্দরবান সদরে ফিরবে। পরে আবার বেলা ৩টায় বান্দরবানের মেঘলা ও নীলাচল পর্যটনকেন্দ্রে রওনা হবে এবং সন্ধ্যায় পর্যটকদের নিয়ে আবার সদরে ফিরবে। এক্ষেত্রে ৩১ সিটের এই বাসে ৫ বছরের তদুর্দ্ধ বয়সীদের জন্য জনপ্রতি বান্দরবান-নীলগিড়ি বাস ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। আর মেঘলা-নীলাচলে বাসভাড়া ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পর্যটকদের চাহিদার ওপর ভিত্তি করে বাসের সংখ্যা বাড়তে পারে।

এদিকে বান্দরবান পার্বত্য জেলায় পর্যটন শিল্টের প্রসারে এবং পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতকরণে উন্নতমানের ছাদখোলা পর্যটকবাহী বাস চালু করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য পূরবী বাস মালিক সমিতি, মাইক্রো-কার ও জিপ মালিক সমিতি এবং আবাসিক হোটেল মোটেল মালিক সমিতির কাছে একটি চিঠি দেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।

Read Entire Article