পল্লী বিদ্যুৎ কর্মীদের দিতে হবে ডিজিটাল হাজিরা

2 months ago 5

পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরসহ পর্যায়ক্রমে সমিতির সব অফিসে ডিজিটাল হাজিরা ব্যবস্থা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

সোমবার (১৬ জুন) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) নির্বাহী পরিচালক ও সদস্য (সমিতি ব্যবস্থাপনা) মো. আনোয়ার হোসেনের সই করা এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। চিঠিটি দেশের সব পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজারকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরসহ পর্যায়ক্রমে সমিতির জোনাল অফিস, সাব-জোনাল অফিস, এরিয়া অফিস, অভিযোগ কেন্দ্রসহ অন্যান্য সব অফিসে ডিজিটাল অ্যাটেনডেন্স সিস্টেম বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

চিঠিতে পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারদের উদ্দেশে বলা হয়, এ অবস্থায়, আপনার পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরকে অগ্রাধিকার ভিত্তিতে আরএফকিউ পদ্ধতিতে আগামী ৩০ জুন এর মধ্যে ডিজিটাল অ্যাটেনডেন্স সিস্টেম বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হলো।

পাশাপাশি পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস, সাব-জোনাল অফিস, এরিয়া অফিসগুলোতে পর্যায়ক্রমে দ্রুততম সময়ে ডিজিটাল অ্যাটেনডেন্স সিস্টেম বাস্তবায়ন করতে হবে বলে জানানো হয়।

চিঠিতে ডিজিটাল অ্যাটেনডেন্স সিস্টেম বাস্তবায়নে কারিগরি সহযোগিতার প্রয়োজন হলে বিআরইবির আইসিটি পরিদপ্তরের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার মো.রুহুল কুদ্দসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এনএস/এএমএ

Read Entire Article