পশ্চিমবঙ্গজুড়ে পালিত হলো পবিত্র আশুরা

2 months ago 7

কলকাতাসহ পশ্চিমবঙ্গজুড়ে শোক ও শ্রদ্ধার সঙ্গে পালিত হলো পবিত্র আশুরা। দিনটি উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে সুসজ্জিত তাজিয়া নিয়ে শোভাযাত্রা বের হয়। প্রতি বছরের মত এবারও ধর্মতলার নাখোদা মসজিদসহ কলকাতার বেশ কিছু জায়গা থেকে শোভাযাত্রা বেরোতে দেখা যায়।

সুসজ্জিত তাজিয়া মিছিল বের হয় মেদিনীপুর,মালদহ,উত্তর ২৪ পরগনা জেলার জগদ্দলসহ দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকা থেকেও। কালো রঙের পোশাক পরে এই যাত্রায় অংশ নেন অসংখ্য ধর্মপ্রাণ মুসলিম।

আরও পড়ুন>>

এ বছর কলকাতায় পাঁচটি বড় বের তাজিয়া মিছিল বের হয়েছে পর্তুগিজ চার্জ থেকে শুরু করে ক্যানিং স্ট্রিট, লালবাজার, বিবি গাঙ্গুলী স্ট্রিট হয়ে শিয়ালদহে। অনেক জায়গায় অস্ত্র না নিয়েই বের হয়েছে পবিত্র শোভাযাত্রা। কলকাতায় পথের দু’ধারে দাঁড়িয়ে সুসজ্জিত এই শোভাযাত্রা দেখেন বিভিন্ন ধর্মের অসংখ্য মানুষ।

kolkata

এদিন রাজ্যের বিভিন্ন রাস্তার সংযোগস্থলে নানা ধরনের ফলের শরবত ও মিষ্টি বিতরণ করতে দেখা যায় ।

তাজিয়া নিয়ে বের হওয়া সরফরাজ খান জানান, এই দিনটা আমরা শোকের সঙ্গে পালন করি। আমাদের এই তাজিয়ার সঙ্গে সব ধর্মের মানুষেই আসেন এবং পুলিশ প্রশাসন থেকে সবাই সহযোগিতা করেন। আমরা খুব শান্তিপূর্ণভাবে মহররমের এই জুলুস বের করি।

মহররমের এই দিনটিতে ভারতে রাষ্ট্রীয় ছুটি থাকে। আশুরা উপলক্ষে রোববার সবাইকে শান্তির পথে চলার বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, পবিত্র মহররমে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন।

আশুরার দিনে কলকাতাসহ পশ্চিমবঙ্গের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ডিডি/কেএএ/

Read Entire Article