পা দিয়ে পিষে তৈরি হচ্ছিল লাচ্ছা সেমাই, অতঃপর...

17 hours ago 5

নাটোরের সিংড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে, পা দিয়ে পিষে ও মানসম্মত ব্যতীত লাচ্ছা সেমাই উৎপাদন ও বিক্রি করার অপরাধে ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৪টার দিকে পৌর শহরের চকসিংড়া মহল্লায় অভিযান পরিচালনা করে কারখানার মালিক জাহেদুল ইসলামকে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় এক লাখ জরিমানা করা হয়। এ ছাড়াও ৬ লাখ টাকা মূল্যের ৪ টন লাচ্ছা সেমাই জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার। এ সময় উপস্থিত ছিলেন, বিএসটিআই এর রাজশাহী বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) দেলোয়ার হোসেনসহ সিংড়া থানা পুলিশের সদস্যরা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার বলেন, বিএসটিআই আইন, ২০১৮ এর ৩১ ধারার লঙ্ঘন করায় এক উৎপাদনকারীকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং ৪ হাজার কেজি সেমাই জব্দ হয়েছে।

Read Entire Article