রাজধানীর ওয়ারীর ৯নং চন্দ্রমোহন বসাক স্ট্রিটের পাঁচতলা এক ভবনের ছাদ থেকে পড়ে মনোয়ারা বেগম (৫৯) নামের এক মানসিক ভারসাম্যহীন নারী মারা গেছেন।
শনিবার (১৫ মার্চ) দুপুর ২টার দিকে তিনি ভবন থেকে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে তিনটার দিকে মৃত ঘোষণা করেন।
মনোয়ারা বেগমের ছেলে মো. সেলিম বলেন, আমার মা মানসিক ভারসাম্যহীন ছিলেন। দুপুরে সবার চোখ ফাঁকি দিয়ে ভবনের ছাদে চলে যান। ছাদে হাঁটাহাঁটি করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
- আরও পড়ুন
ধর্ষণ মামলার পর বাবা খুন, হত্যাকারী শনাক্ত করতে পারেনি পুলিশ
ঈদ ঘিরে সক্রিয় চক্র, ২০ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৩
নিহত মনোয়ারা বেগম চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সোলাই গ্রামের আব্দুস সালামের স্ত্রী। পরিবারের সঙ্গে তিনি পুরান ঢাকার চন্দ্রমোহন বসাক স্ট্রিটে ভাড়া বাসায় বসবাস করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
কাজী আল-আমিন/কেএসআর/জেআইএম