পাইচো চোরের কিচ্ছা, তুমুল হাসির নাটক আবারও মঞ্চে

2 months ago 37

খুলনা অঞ্চলের বিখ্যাত লোকগাঁথা নিয়ে নির্মিত ঢাকা পদাতিকের ৩৫তম প্রযোজনা ‘পাইচো চোরের কিচ্ছা’ মঞ্চে আসছে।

সোমবার (১৬ জুন) সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি মঞ্চস্থ হবে।

দীর্ঘ বিরতির পর আবারও মঞ্চে আসছে বাংলার আদি নাট্যকলার নানা আঙ্গিক আর নানা রূপ নিয়ে নির্মিত শেকড়ের নাটক ঢাকা পদাতিকের ‘পাইচো চোরের কিচ্ছা’। নাটকের নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন কাজী চপল।

নাটকের কাহিনি মূল চরিত্র পাইচো চোরকে নিয়ে, যিনি তার বুদ্ধিমত্তা দিয়ে সব প্রতিরোধ জয় করে চুরি করেন এক রাজকন্যাকে। একজন কথকের সমগ্র কাহিনি বর্ণনা আর পাইচোর নানা কার্যক্রমের মাধ্যমে নিজের গল্প বলে যাওয়ার ভেতর দিয়ে এগিয়ে চলে নাটকের কাহিনি।

নাটকটিতে অভিনয় করেছেন- কাজী শিলা, শ্যামল হাসান, সালাউদ্দিন রাহাত, কিরণ জাকারিয়া, কাজী সম্রাট, আলামিন স্বপন, সুমন ঘোষ, জয়া, সজল, সিরাজুম মনিরা ইকরা, মীর ফারজানা আক্তার নীপা, বর্ণালী আহমেদ সেতু, চন্দ্রিমা মল্লিক তন্দ্রা, কবির বাউল, শংকর কুমার মণ্ডলসহ আরও অনেক গুণী শিল্পী।

Read Entire Article