দীর্ঘ ১৯ বছর পর পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো কুয়েত। মঙ্গলবার (২৭ মে) কুয়েত সরকার জানিয়েছে, এখন থেকে দেশটি পাকিস্তানি নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের ভিসা আবারও প্রদান শুরু করেছে।
২০০৬ সালে আরোপিত সীমিত নিষেধাজ্ঞার পর ২০১১ সালে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে কুয়েত পাকিস্তান, ইরান, সিরিয়া ও আফগানিস্তানের নাগরিকদের জন্য ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ করে দেয়। এরপর পাকিস্তান বহুবার নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানালেও তাতে সাড়া মেলেনি।
আরও পড়ুন>>
- কুয়েতে ফ্রি ভিসা বলে কিছু নেই: রাষ্ট্রদূত
- কুয়েতে ৬ মাসে ৪২ হাজার নাগরিকত্ব বাতিল
- কুয়েতে আইন লঙ্ঘন: ৩৫ হাজার প্রবাসীকে ফেরত
২০১৭ সালে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কুয়েত সফরের সময়ও তিনি ভিসা ফের চালুর অনুরোধ জানান। পরে ২০২১ সালের মে মাসে কুয়েত আংশিকভাবে ভিসা চালু করে—বিশেষত পারিবারিক ও ব্যবসায়িক ভিসা, পাশাপাশি চিকিৎসা ও জ্বালানি খাতে কাজ করা পাকিস্তানি পেশাজীবীদের জন্য কারিগরি ভিসা।
তবে এবার কুয়েত সরকার এক্স (টুইটার)-এ প্রকাশিত এক বার্তায় জানায়, তারা পাকিস্তানিদের জন্য আবারও কর্মসংস্থান, পারিবারিক, ভ্রমণ, পর্যটন ও ব্যবসায়িক ভিসা ইস্যু করছে। কুয়েত সরকার একে ‘একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য’ এবং দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করার একটি পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে।
কুয়েতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ড. জাফর ইকবাল জানান, পাকিস্তানি সম্প্রদায়ের সদস্যরা এরই মধ্যে ভিসার অনুমোদন পেতে শুরু করেছেন, যা একটি আশাব্যঞ্জক অগ্রগতি।
এছাড়াও রাষ্ট্রদূত জানান, পাকিস্তান ও কুয়েত বর্তমানে একটি নতুন শ্রম-সম্পর্কিত সমঝোতা স্মারক চূড়ান্ত করার প্রক্রিয়ার শেষ ধাপে রয়েছে।
সূত্র: ডন
কেএএ/