পাকিস্তানে বিস্ফোরণ, ২ পুলিশ নিহত

3 months ago 8
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারে এক আত্মঘাতী হামলায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে রয়েছেন।  পাকিস্তানি সংবাদমাধ্যম ডন পুলিশের বরাতে জানিয়েছে, জঙ্গি হামলার ক্রমবর্ধমান ঘটনার ধারাবাহিকতায় রোববার (১১ মে) পুলিশ আক্রমণের শিকার হয়। পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার (সিসিপিও) কাসিম খান বলেন, একজন সাব-ইন্সপেক্টরসহ দুই পুলিশ সদস্য নিহত এবং দুজন আহত হয়েছেন। সন্ত্রাসীর আত্মঘাতী বিস্ফোরণে তারা নিহত হন।  তিনি আরও বলেন, একটি পুলিশের প্যাট্রোল গাড়িকে লক্ষ্য করে ওই আত্মঘাতী হামলা চালানো হয়। হামলাটি রিং রোড মল মান্দি এলাকার কাছে ঘটেছে। এরপর খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই সব এলাকায় বিপুল নিরাপত্তা বাহিনী সাঁড়াশি অভিযান চালাচ্ছে।  এর আগে একই দিনে গোয়াদরে একটি মসজিদের কাছে হামলাকারীরা হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করে। সেখানেও পুলিশের সঙ্গে ব্যাপক গোলাগুলিতে জড়ায় সন্ত্রাসীরা। অন্য এক ঘটনায়, খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত পুলিশ লান্দেওয়া গোরাবাই এলাকায় সন্ত্রাসীদের অপহরণের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। সেখানে উদ্ধার অভিযানে তিনজনকে উদ্ধার করে পুলিশ। এ সময় বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী নিহত এবং একজন পুলিশ সদস্য আহত হন। পাকিস্তানে হঠাৎ মার্চ মাসে জঙ্গি সহিংসতা বেড়েছে। এ পরিপ্রেক্ষিতে নিরাপত্তা বাহিনী অভিযানও জোরদার করে। জঙ্গি হামলার সংখ্যা ২০১৪ সালের নভেম্বরের পর প্রথমবারের মতো ১০০ ছাড়িয়ে গেছে। নিরাপত্তা সূত্র বলছে, অধিকাংশ হামলার পেছনে আফগানিস্তানভিত্তিক সন্ত্রাসী দল ‘খারেজি’ জড়িত।  
Read Entire Article