পাকিস্তানে হোটেলে ভয়াবহ আগুন

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরের গুলবার্গ এলাকার একটি অভিজাত হোটেলে ভয়াবহ আগুনে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে এবং দগ্ধ হয়েছেন আরও সাতজন। ফায়ার সার্ভিসের কর্মীদের দ্রুত পদক্ষেপে ভবনটি থেকে ২৭৫ জন অবস্থানকারীকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) নূর জাহান রোডে অবস্থিত ‘ইন্ডিগো হোটেল’-এ এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম ডন। রেসকিউ ১১২২-এর তথ্যমতে, দুপুর ১২টা ২৫ মিনিটে আগুনের খবর পেয়ে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার থেকে দ্রুত একাধিক অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। সে সময় হোটেলটিতে একটি স্কুলের অনুষ্ঠান চলছিল। উদ্ধার অভিযানে মোট ২১টি জরুরি যান এবং প্রায় ৮০ জন উদ্ধারকর্মী ও কর্মকর্তা অংশ নেন। অগ্নিদগ্ধদের মধ্যে ৪৬ বছর বয়সী মুবিন নামে একজনকে সার্ভিসেস হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য এক ভুক্তভোগীর শরীরের প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ পুড়ে গেছে বলে জানা গেছে। ১৯ তলা বিশিষ্ট এই হোটেল ভবনটির তিনটি ভূগর্ভস্থ বেজমেন্ট রয়েছে। উদ্ধারকারীরা জানিয়েছেন, আগুনের সূত্রপাত হয় হোটেলের প্রথম বেজমেন্টে। সেখান থেকে নির্গত ঘন ধোঁয়ার কারণে উদ্ধারকাজ পরিচালনা কর

পাকিস্তানে হোটেলে ভয়াবহ আগুন

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরের গুলবার্গ এলাকার একটি অভিজাত হোটেলে ভয়াবহ আগুনে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে এবং দগ্ধ হয়েছেন আরও সাতজন। ফায়ার সার্ভিসের কর্মীদের দ্রুত পদক্ষেপে ভবনটি থেকে ২৭৫ জন অবস্থানকারীকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) নূর জাহান রোডে অবস্থিত ‘ইন্ডিগো হোটেল’-এ এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম ডন।

রেসকিউ ১১২২-এর তথ্যমতে, দুপুর ১২টা ২৫ মিনিটে আগুনের খবর পেয়ে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার থেকে দ্রুত একাধিক অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। সে সময় হোটেলটিতে একটি স্কুলের অনুষ্ঠান চলছিল। উদ্ধার অভিযানে মোট ২১টি জরুরি যান এবং প্রায় ৮০ জন উদ্ধারকর্মী ও কর্মকর্তা অংশ নেন।

অগ্নিদগ্ধদের মধ্যে ৪৬ বছর বয়সী মুবিন নামে একজনকে সার্ভিসেস হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য এক ভুক্তভোগীর শরীরের প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ পুড়ে গেছে বলে জানা গেছে।

১৯ তলা বিশিষ্ট এই হোটেল ভবনটির তিনটি ভূগর্ভস্থ বেজমেন্ট রয়েছে। উদ্ধারকারীরা জানিয়েছেন, আগুনের সূত্রপাত হয় হোটেলের প্রথম বেজমেন্টে। সেখান থেকে নির্গত ঘন ধোঁয়ার কারণে উদ্ধারকাজ পরিচালনা করতে বেশ বেগ পেতে হয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বেজমেন্টে গ্যাস লিকেজের কারণেই এ অগ্নিকাণ্ড ঘটেছে।

এডি ফাউন্ডেশনের মুখপাত্র জানিয়েছেন, উদ্ধার অভিযানের প্রাথমিক পর্যায়ে দগ্ধ হয়ে মারা যাওয়া দুই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন- ইমরান (২৫) ও শাহরিয়ার (৩০)। পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ের তল্লাশি চালিয়ে রিয়াজ (৩০) নামে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।

দুর্ঘটনার খবর পেয়ে লাহোরের ডেপুটি কমিশনার (অবসরপ্রাপ্ত) ক্যাপ্টেন আলী এজাজ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করার এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় হোটেলটিতে বেশ কয়েকজন বিদেশি এয়ারলাইনস ক্রুও অবস্থান করছিলেন।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এই উদ্ধার অভিযানের প্রশংসা করেছেন। তিনি বলেন, রেসকিউ ১১২২-এর সময়োচিত পদক্ষেপের কারণে অনেক মানুষের প্রাণ রক্ষা পেয়েছে। তিনি ব্যক্তিগতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানান যে, উদ্ধারকৃতদের মধ্যে ১৮০ জন অতিথি এবং ১০০ জন হোটেলের স্টাফ ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow