পাকিস্তানের হয়ে না খেলে বিপিএল মাতাতে আসছেন শাহীন

11 hours ago 7

বিশ্ব ক্রিকেটে একজন উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিত পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদি। এবার প্রথমবারের মতো বিপিএল মাতাতে আসছেন তিনি। তবে এ সুযোগের জন্য তাকে ছাড়তে হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ। অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে তাকে লাল বলের ক্রিকেট থেকে বিরতি দেওয়া হয়েছে।   

আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে বসতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এ বড় আসরের আগে শাহীনকে ফিট ও সতেজ রাখতেই টেস্ট দল থেকে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। যদিও সাদা বলের ক্রিকেটে তিনি দক্ষিণ আফ্রিকা সফরে অংশ নেবেন। শাহীনকে নিয়ে সতর্ক পিসিবি, কারণ চোটের কারণে তিনি আগেও বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন। 

বিপিএলের আসন্ন আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়ে মাঠে নামবেন শাহীন। বরিশাল দলটি ইতিমধ্যেই তারকা খেলোয়াড়দের নিয়ে শক্তিশালী স্কোয়াড গড়েছে। দলে রয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্তসহ একঝাঁক অভিজ্ঞ ক্রিকেটার। বিদেশি খেলোয়াড়দের মধ্যে কাইল মেয়ার্সের পাশাপাশি শাহীন থাকায় দলটির শক্তি আরও বেড়েছে। 

তবে শাহীনকে টেস্ট দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। তার মতে, এটা পিসিবির কৌশলগত সিদ্ধান্ত হতে পারে। এক ইউটিউব ভিডিওতে তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার মত চ্যালেঞ্জিং জায়গায় শাহীনকে খেলানো হচ্ছে না, এটা অবাক করার মতো বিষয়।’

৩০ ডিসেম্বর বিপিএলের উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে ফরচুন বরিশাল। শাহীন ছাড়াও বরিশালের বোলিং লাইনআপে থাকবে আরও কয়েকজন ম্যাচ উইনার, যা প্রতিপক্ষের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। 

শাহীন শাহ আফ্রিদির মতো একজন বিশ্বমানের বোলারের বিপিএলে যোগদান শুধুমাত্র ফরচুন বরিশালের জন্য নয়, পুরো টুর্নামেন্টের জন্যই বাড়তি আকর্ষণ তৈরি করবে।

Read Entire Article