প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের আগুন লাগাকে কেন্দ্র করে জিপিও থেকে শিক্ষা ভবন পর্যন্ত রাস্তা বন্ধ রাখা হয়েছে। এছাড়া পুরো সচিবালয় এলাকায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এপিবিএন সদস্যরা কঠোর নিরাপত্তায় নিয়োজিত আছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানিয়েছেন সচিবালয়ে আগুন লাগার পর সেখানে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
ইতোমধ্যে পানির লাইন সংযোগ দেয়ার জন্য রাস্তা পার হতে গিয়ে তেজগাঁও ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সোহানুর জামান নয়ন প্রাণ হারিয়েছেন।
রাত দুইটার পর থেকে সচিবালয়ের সামনের রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানায় শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর
তিনি কালবেলাকে বলেন, ‘আগুন লাগার পরপর রাত দুইটার দিকে আমরা সচিবালয়ের সামনের দুই পাশের রাস্তা বন্ধ করে দিয়েছি। শুধু ফায়ার সার্ভিস ও আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছাড়া অন্য সব গাড়ি চলাচল বন্ধ রয়েছে।’
প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের সাত নম্বর ভবনে গভীর রাতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে ৫ ঘণ্টা পর।