সীমান্তে বাংলাদেশিকে হত্যা করল ভারতীয় নাগরিক

13 hours ago 5

ভারতীয় খাসিয়া নাগরিকের গুলিতে সিলেটের এক কিশোর নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এ ঘটনা ঘটে।

নিহত কিশোর জৈন্তাপুর উপজেলার ২নম্বর জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী ঝিঙ্গাবাড়ি গ্রামের সাহাব উদ্দিন ওরফে তালু সুলাইল সাহাব উদ্দিনের ছেলে মারুফ আহমদ (১৬)।

বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ভারতের সুপারিবাগান থেকে সুপারি আনতে গিয়ে খাসিয়ার গুলিতে গুরুতর আহত হন মারুফ। গুলিবিদ্ধ অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনলে মারা যায়।

বিজিবি সূত্রে জানা যায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৮২/৭-এস থেকে আনুমানিক ৬০ গজ ভারতের অভ্যন্তরে মারুফ ও আরও কয়েকজন খাসিয়াদের সুপারিবাগান এলাকায় প্রবেশ করে। পরে তাদের মধ‍্যে দ্বন্দ্বের একপর্যায়ে ভারতীয় খাসিয়া ব্যক্তি একনলা বন্দুক দিয়ে ১ রাউন্ড গুলি করে। পরে সঙ্গে থাকা অন‍্যরা মারুফকে আহত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসে এবং তার পরিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করে। 

গোয়েন্দা সূত্রে গুলির ঘটনা জানার সঙ্গে সঙ্গে দেড় কিলোমিটার দূরে ১২৮৫ পিলারের কাছে থাকা বিজিবি টহলটিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ও বিজিবি মিনাটিলা বিওপি বিএসএফ রংটিলা বিওপিকে ডেকে প্রতিবাদ জানানো হয়েছে। বিজিবি কোম্পানি কমান্ডার পর্যায়ে বিকেল সাড়ে ৪টায় পতাকা বৈঠক করে প্রতিবাদ করে জানানো হয় গুলিকারী ভারতীয় নাগরিককে দ্রুত আইনের আওতায় আনার জন্য বলা হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Read Entire Article