‘পাঠ্যবইয়ে ওয়াসিমের কথা তুলে ধরা প্রয়োজন’

5 days ago 5

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদলের অনেক নেতাকর্মীরা নিহত হয়েছেন। সব স্থানে আবু সাঈদ ও মুগ্ধর কথা উঠে আসলেও ছাত্রদল নেতা ওয়াসিমের বিষয়ে তেমনভাবে আসেনি। পাঠ্যবইগুলোতে ওয়াসিমের কথাও তুলে ধরা প্রয়োজন বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ ও সরকারি ইয়াসিন কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

নাসির বলেন, শিক্ষাঙ্গনে কী ধরনের রাজনীতি হতে পারে তা নিয়ে সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা যা বলেছে এগুলোর ওপর ভিত্তি করে আমরা ছাত্র রাজনীতি চালাতে চাই। ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের মতো ত্রাসের রাজনীতি করবে না ছাত্রদল। 

তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় তারা জানিয়েছে, একবিংশ শতাব্দীতে এসে প্রকাশ্যে দিনে দুপুরে যে খুনি সংগঠন মানুষকে হত্যা করেছে সেরকম রাজনীতি তারা আর বাংলাদেশে দেখতে চায় না। ছাত্রলীগের সন্ত্রাসীরা জোর করে মিছিলে নেওয়াসহ যাবতীয় যে নীতিবাচক রাজনীতি গত সাড়ে ১৫ বছর কায়েম করেছে তার বিপরীতে একটি ইতিবাচক ছাত্র রাজনীতি বিনির্মাণ করা যায় সে বিষয়ে শিক্ষার্থীরা আমাদের পরামর্শ দিয়েছেন। আগামীতে ছাত্রদলের রাজনীতিটা শিক্ষার্থীদের ওই সিদ্ধান্তের অংশীদারত্বের ভিত্তিত্বে আমরা করতে চাই।  

নাসির উদ্দীন বলেন, গত ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছি। দফাগুলোর বিষয়ে তাদের পরামর্শ আমাদের ই-মেইলের মাধ্যমে পাঠানোর কথা বলা হয়েছে। ছাত্রদলের ভবিষ্যৎ রাজনীতি কেমন হবে এবং এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা কী; সেগুলোও শিক্ষার্থীদের জানানো হয়েছে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহফুজ আহমেদ, ক্রীড়া সম্পাদক বোরহান উদ্দিন সৈকত, ইডেন মহিলা কলেজের যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়ারা, জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসসহ নেতাকর্মীরা।

পরে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নেতাকর্মীদের নিয়ে সরকারি রাজেন্দ্র কলেজে গাছের চারা রোপণ করেন।

Read Entire Article