বগুড়ার গাবতলীতে পানি সেচ প্রকল্প নিয়ে বিরোধের জেরে সজল মিয়া (৪৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় আরও দুই কৃষক আহত হয়েছেন। রোববার (০৮ ডিসেম্বর) সকালে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের তেলিহাটা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটনা। নিহত সজল মিয়া (৪৫) তেলিহাটা দক্ষিণপাড়া এলাকার মহির উদ্দিন খোকার ছেলে।
আহতরা হলেন একই এলাকার নুরুল ইসলামের ছেলে সোহেল (৩৫) ও রুবেল (৪৫)। তারা দুজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।
গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে পুলিশের এই কর্মকর্তা জানান, সকালে তেলিহাটা গ্রামে সজলের সঙ্গে সিরাজ ও তার ছেলে জনির তুচ্ছ ঘটনা নিয়ে দ্বন্দ্ব বাধে। এ সময় দুপক্ষের মারামারি শুরু হলে ধারালো অস্ত্রের আঘাতে সজল ঘটনাস্থলে নিহত হন এবং সোহেল ও রুবেল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনা জানাজানি হলে ক্ষোভে নিহতের স্বজনরা অভিযুক্তদের ঘরবাড়ি ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয়।
ওসি আশিক ইকবাল আরও বলেন, মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এখনো মামলা হয়নি।